ঈদের দিনেও যশোর সেনানিবাসের সদস্যরা করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় তাদের সব ধরনের কর্ম তৎপরতা অব্যাহত রেখেছে।
এরই অংশ হিসেবে সেনা সদস্যরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বিধ্বস্ত ঘরবাড়ি পুনঃ নির্মাণ কর্মসূচীর পাশাপাশি মেডিক্যাল টিমের মাধ্যমে বাড়ী বাড়ী স্বাস্থ্যসেবা, পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন, বাঁধ সংস্কার ও ত্রাণ বিতরণ কার্যক্রমের চালিয়ে যাচ্ছে।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন গত ২৫শে মে তারা অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উন্নত মানের খাবার বিতরণ করেন।
অন্যদিকে করোনা মোকাবেলায়ও সেনা সদস্যরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টহল এবং বিভিন্ন জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
ঈদকে ঘিরে যখন করোনার ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের মাঝে নাড়ির টানে বাড়ী ফেরার হিড়িক পড়েছে তখন অসহায় উপকূলবাসীর সহায় হয়ে নিজেদের ঈদ আনন্দ উপেক্ষা করেই মাঠে সক্রিয় রয়েছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। এ যেন সেবাতেই এক রকমের ঈদ আনন্দের পূর্ণতা।