ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার ৭৬০টি গৃহহীন পরিবার সরকারী ঘর পেতে যাচ্ছেন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-২০ ১৪:০২:৪৯

মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার ৭৬০টি গৃহহীন পরিবার সরকারীভাবে নির্মিত ঘর পেতে যাচ্ছে। 

  আগামী ২৩শে জানুয়ারী সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ীসহ সারা দেশে নির্মিত ঘরগুলোর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। 

  রাজবাড়ীর ৫টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলায় ১২০টি, পাংশা উপজেলায় ১০০টি, কালুখালী উপজেলার ৪০টি, বালিয়াকান্দি উপজেলায় ৭০টি ও গোয়ালন্দ উপজেলায় ৪৩০টি পরিবার এই ঘর পেতে যাচ্ছে। ইতিমধ্যে ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২ শতাংশ জমির উপরে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ঘর ২টি করে আধা পাকা কক্ষ, বারান্দা ও অ্যাটাচড বাথরুমসহ নির্মিত হয়েছে।    

রাজবাড়ীতে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যের কমিটি ঘোষণা
 রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ