ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাংশা পৌরসভার মেয়র প্রার্থী ফরহাদকে যুবলীগ থেকে বহিষ্কার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-২১ ১৩:৫১:০৩

দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাংশা পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

  গত ২০শে জানুয়ারী রাজবাড়ী জেলা যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   

  বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি(ফজলুল হক ফরহাদ) পাংশা পৌরসভার মেয়র নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী হওয়ায় সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা গঠনতন্ত্র পরিপন্থী। এমতাবস্থায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ