পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত গতকাল ২১শে জানুয়ারী রাজবাড়ী জেলার সদর, কালুখালী ও পাংশা উপজেলায় অভিযান পরিচালনা করে ৯টি অবৈধ ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা এবং আরো ৭টি অবৈধ ইটভাটা এক্সেভেটর দিয়ে ভেঙ্গে দিয়ে কাঁচা ইট নষ্ট পূর্বক ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভায়ে দিয়েছে।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে রাজবাড়ী জেলার সদর, কালুখালী ও পাংশা উপজেলায় ৯টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এর মধ্যে রাজবাড়ী শহরের ভবানীপুরস্থ মোঃ আকতারুজ্জামান হাসানের জেড বি আই ব্রিকস্ নামক ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনি ও কিলন, মেসার্স নুরুল ইসলাম এন্ড ব্রাদার্সের ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনি, কিলন এবং মেসার্স নুরুল ইসলাম এন্ড ব্রাদার্সের মালিকানাধীন আরেকটি অবৈধ জিগজ্যাগ ইটভাটার কিলনের কিছু অংশ এক্সেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এ সময় কাঁচা ইট নষ্ট করাসহ ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়।
একইভাবে মোঃ আফসার আলী সরদারের চরলক্ষীপুরস্থ সরদার ব্রাদার্স এন্ড ব্রিকস্ নামক ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনির অংশ ও কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।
এরপর ভ্রাম্যমান আদালত কালুখালী উপজেলার শ্যামসুন্দরপুরের মোঃ রইচ উদ্দিন মিয়ার আর এম ব্রিকস্ নামক ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনি, কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে ও কাঁচা ইট নষ্ট করে ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভিয়ে দেয়।
পরে ভ্রাম্যমান আদালত পাংশা উপজেলার দলাগিলার মেসার্স কে এন্ড বি ব্রিকস্ নামক ইটভাটায় অভিযান চালিয়ে মালিক মোঃ মাসুম উদ্দিন খানকে ১লক্ষ টাকা জরিমানা এবং ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে দেয়। এরপর একই এলাকার মেসার্স কে এন্ড এম ব্রিকস্ নামক ইটভাটার মালিক মোঃ নাসির উদ্দিন খানকে ৪লক্ষ টাকা জরিমানা ও চরমোদীপুর গ্রামের আর এন্ড বি ব্রিকস্ নামক ইটভাটার মালিক বাদশা আলমকে ৩লক্ষ টাকা জরিমানাসহ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয়।
এছাড়াও ভ্রাম্যমান আদালত পাংশার পুরাতন বাজার যশাই সংলগ্ন মেসার্স ওয়াই আই জেড ব্রিকস্ নামক ইটভাটার ম্যানেজার জয়দেব কুমার দাসকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে উল্লেখিত ৯টি ইটভাটায় মোট ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭টি ইটভাটা ভেঙ্গে ধ্বংস করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ ও র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে রাজবাড়ী জেলার সদর, কালুখালী ও পাংশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করে র্যাব-৮ ফরিদপুরের একটি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন ও কর্মচারীবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ আরো জানান, গত ১৯ ও ২০ এবং ২১শে জানুয়ারী ৩দিনে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় ১১টি অবৈধ ইটভাটা ভাঙ্গাসহ মোট ২২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।