ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ দৌলতদিয়ার ৫ দুর্বৃত্ত গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০১-২৪ ১৪:৫১:৪৭
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গতকাল ২৪শে জানুয়ারী ভোরে দেশী অস্ত্রসহ দৌলতদিয়ার ৫জন দুর্বৃত্তকে পুলিশ গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় জাতীয় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ দৌলতদিয়ার ৫জন দুর্বৃত্তকে পুলিশ গ্রেফতার করেছে। 

   গতকাল ২৪শে জানুয়ারী ভোর রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টহল দল তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ৩টি ছুরি ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। 

  গ্রেফতারকৃতরা হলো ঃ রায়হান মন্ডল(২০), সাগর মোল্লা(২০), মনির ফকিরের ছেলে জুয়েল ফকির(২৮), দুখী মিয়ার ছেলে আকাশ মিয়া(২১) ও খলিল সরদারের ছেলে ইমন সরদার(২০)। তারা প্রত্যেকেই ঘটনাস্থলের পার্শ্ববর্তী দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

  গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতরা মহাসড়কে গাছের গুড়ি ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের সাথে থাকা আরও ৯/১০ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকালই গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ