রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা গতকাল ২৯শে জানুয়ারী সমাপ্ত হয়েছে।
নবগঠিত কলেজ থিয়েটারের উদ্যোগে এবং স্বদেশ নাট্যাঙ্গনের সহযোগিতায় কলেজের ব্যবস্থাপনা বিভাগের সেমিনার কক্ষে এই নাট্য কর্মশালার আয়োজন করা হয়।
গত ২৮শে জানুয়ারী সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডি’র সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু’র সভাপতিত্বে ও কলেজ থিয়েটারের সদস্য সচিব হাবিবুর রহমান সরদারের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজ থিয়েটারের আহ্বায়ক কবি সালাম তাসির, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ খোন্দকার ফারুক আহম্মেদ, পিপলস থিয়েটারের ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী কবি, নাট্যকার ও নির্দেশক ম. নিজাম, স্বদেশ নাট্যাঙ্গনের সভাপতি মাসুদুজ্জামান ফিরোজ, ডাঃ আবুল হোসেন কলেজ থিয়েটারের আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহ্ মুজতবা রশীদ আল কামাল প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন নাট্য ব্যক্তিত্ব ম. নিজাম, স্বদেশ নাট্যাঙ্গনের সহ-সভাপতি জিহাদুর রহমান ও সাধারণ সম্পাদক উচ্ছ্বাস কুমার ঘোষ।
গতকাল ২৯শে জানুয়ারী বিকাল ৪টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু’র সভাপতিত্বে এবং কলেজ থিয়েটারের আহ্বায়ক শাহ্ মুজতবা রশীদ আল কামালের সঞ্চালনায় স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা আজিজুল হক, কবি সালাম তাসির, নাট্যকার অজয় দাস তালুকদার, মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, স্বদেশ নাট্যাঙ্গনের সহ-সভাপতি জিহাদুর রহমান সাধারণ সম্পাদক উচ্ছ্বাস কুমার ঘোষ, ডাঃ আবুল হোসেন কলেজ থিয়েটারের যুগ্ম-আহ্বায়ক মিরুনা বানু মুন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মানোয়ার হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তৃষ্ণা দত্ত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা মেরিন ডোরা প্রমুখ বক্তব্য রাখেন। কলেজের বিভিন্ন বিভাগের ২০ জন ছাত্র-ছাত্রী এই নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেন।