ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে প্রথম করোনার টিকা নিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০২-০৭ ১৪:৪৮:৫৭
বালিয়াকান্দি উপজেলাতে গতকাল ৭ই ফেব্রুয়ারী সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রথমেই টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

  গতকাল ৭ই ফেব্রুয়ারী সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রথমেই টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার। 

  এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) সুমন কুমার আদিত্য, বীর মুক্তিযোদ্ধাগণ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  ডাঃ শাফিন জব্বার জানান, বালিয়াকান্দি উপজেলাতে করোনা ভাইরাসের ৭ হাজার টিকা এসে পৌঁছেছে। এর মধ্যে গতকাল পর্যন্ত ২৮২ জন এই টিকা নেয়ার জন্য আবেদন (রেজিস্ট্রেশন) করেছেন। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিদিন টিকা দেয়া হবে। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ