ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশা উপজেলায় ১ম করোনা ভ্যাকসিন নিলেন আওয়ামী লীগ নেতা ডাঃ পাতা
  • মোক্তার হোসেন
  • ২০২১-০২-০৭ ১৪:৫১:৩০
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে গতকাল রবিবার সকালে আওয়ামী লীগ নেতা ডাঃ পাতা প্রথম করোনা ভাইরাস প্রতিষেধক টিকা নেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৭ই ফেব্রুয়ারী থেকে নিবন্ধনকারীদের করোনা ভাইরাস প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 
  এ কার্যক্রমের শুরুতেই গতকাল রবিবার সকালে প্রথম করোনা ভাইরাস প্রতিষেধক টিকা নেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন পাতা। 
  প্রথম পর্যায়ে টিকা গ্রহণের নিবন্ধনকারী ১৬০ জনের মধ্যে রবিবার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা গ্রহণ করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুরুদ্দিন মিয়া, মোঃ মনজুর কাদের মাসুদ, পাংশা সরকারী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মনজুরুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার ৫মবারের মত নির্বাচিত কাউন্সিলর ওদুদ সরদারসহ ৬০জন।
  এরআগে করোনা ভাইরাস প্রতিষেধক টিকাদান বিষয়ে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানে ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন পাতা, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর ওদুদ সরদার, ডাঃ তরুন কুমার পাল, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা তৈয়বুর রহমান।
  মতবিনিময় সভায় অল্পসময়ের মধ্যে দেশে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা আমদানি ও জনসাধারণের মাঝে তা বিনা মূল্যে প্রদান কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে প্রশংসা করেন বক্তারা। 
  মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মেডিকেল অফিসার ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ