ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দিতে ‘পরিবেশ উন্নয়নে শিখন কেন্দ্র’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে সাইনবোর্ড হস্তান্তর
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০২-১৩ ১৫:০০:০১

গাছের পরিচর্যা ও বৃক্ষ রোপণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জাতিসংঘের অর্থায়নে (প্যারিস চুক্তির আওতায়) এনজিও আল বারাকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ২১টি ‘পরিবেশ উন্নয়নে শিখন কেন্দ্র’ করা হয়েছে, যার প্রতিটি কেন্দ্রে ১০৪ জন করে বৃক্ষপ্রেমী মানুষকে প্রশিক্ষণ দেয়া হবে। গতকাল ১৩ই ফেব্রুয়ারী দুপুরে বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে ৭টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ৭জন কর্মকতার কাছে এর সাইনবোর্ড হস্তান্তর করা হয়। এ সময় আল বারাকা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মকর্তা মাসুদ মোল্লা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা দেবানন্দ কুমার দাশ, ইউনিট ইনচার্জ মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ