ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে ভিজিডি চক্রের বই ও খাদ্যশস্য বিতরণ
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-০২-১৭ ১৩:২৭:২৫

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব অসহায় ৩০৩টি পরিবারের প্রত্যেককে ভিজিডি চক্রের বই, ৩০ কেজি চাউল ও একটি করে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের গরীব অসহায় পরিবারের মধ্যে ভিজিডি চক্রের বই, চাউল ও মাস্ক বিতরণ ও আলোচনা সভা চেয়ারম্যান নায়েব আলী শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান রকোনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। 

  বিশেষ অতিথির উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ জেসমিন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান ও ইউপি সদস্য ইমরুল আহসান পুলক বক্তব্য রাখেন। এ সময় সকল ইউপি সদস্যবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। 

 
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
বালিয়াকান্দিতে বিএনপির নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ