ফরিদপুর সদরের রঘুনন্দনপুর এলাকায় অবৈধভাবে পুকুর ভরাট করার সময় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
গতকাল ১৭ই ফেব্রুয়ারী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে পুকুর ভরাট করার দায়ে ফরিদপুর শ্রীঅঙ্গন এলাকার লিয়াকত আলী পাট্টাদারকে ১লক্ষ টাকা জরিমানা ও মাটি ভরাটের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ, সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন এবং পরিদর্শক মনিরুজ্জামান শেখসহ আর্মড ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম সহযোগিতা করে।