ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
দৌলতদিয়া ঘাটে যানজট অব্যাহত আটকা পড়েছে কয়েকশত গাড়ী
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-২২ ১৪:০৭:১৬

ফরিদপুরের আটরশির ওরশের চাপে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে যানজট অব্যাহত রয়েছে। 

  গত দু’দিনের মতো গতকাল ২২শে ফেব্রুয়ারীও দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মহাসড়কের প্রায় ৪কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের ৪ শতাধিক গাড়ী দীর্ঘ সময় যানজটে আটকে থাকে। তবে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় ছোট গাড়ীর তেমন একটা চাপ নেই।

  গতকাল ২২শে ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়। এর পাশাপাশি ঘাটের উপর চাপ কমাতে বরাবরের মতো গোয়ালন্দ মোড় এলাকায় আরো অন্ততঃ ২শতাধিক সাধারণ পণ্যবাহী আটকে রেখেছে পুলিশ। এ অবস্থায় আটকে থাকা যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়। 

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, আটরশির ওরশ ফেরত যানবাহনের পাশাপাশি টানা ৩দিনের সরকারী ছুটি থাকার কারণে ঘাটের উপর যানবাহনের বাড়তি চাপ রয়েছে। 

পাংশা উপজেলা চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল বুড়োর বিশাল নির্বাচনী কর্মী সভা
কালুখালী উপজেলায় মৎস্য দপ্তরের সচেতনামূলক সভা
গোয়ালন্দে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ