ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
করোনায় আক্রান্ত সাবেক সচিব ও বিভাগীয় কমিশনার রাজবাড়ীর কৃতি সন্তান বজলুল করিম চৌধুরীর ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-৩১ ০৩:২১:৪৪
সাবেক সচিব ও সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার রাজবাড়ী কৃতি সন্তান এম.বজলুল করিম চৌধুরী।

করোনায় আক্রান্ত সাবেক সচিব ও সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার রাজবাড়ী কৃতি সন্তান এম.বজলুল করিম চৌধুরী আজ ৩১শে মে বেলা সাড়ে ১১টায় মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে থাকাবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
  জানা গেছে, রাজধানী ঢাকার লালমাটিয়ায় বসবাসরত সাবেক সচিব এম.বজলুল করিম চৌধুরী(৬১) ও তার সহধর্মিনী মিসেস নাজমুন নাহার বজলুল(৫০) হঠাৎ জ্বর ও গলা ব্যাথায় আক্রান্ত হওয়ায় তারা করোনা পরীক্ষা করেন। পরীক্ষার রিপোর্ট পজেটিভ হওয়ায় গত ২২শে মে দুপুরে তাদেরকে মুগদা জেনারেল হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বজলুল করিম চৌধুরীর অবস্থার অবনতি ঘটায় গত ২৪শে মে তাকে একই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ৩১শে মে তার সকালে অবস্থার আরো অবনতি ঘটলে আইসিইউতে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেন। তার সহধর্মিনী মিসেস নাজমুন নাহার বজলুল হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। 
  উল্লেখ্য, রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মরহুম রেজাউল করিম চৌধুরীর পুত্র ও বিসিএস(প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা এম.বজলুল করিম চৌধুরী ২০১৭ সালের গত ২৪শে আগস্ট তারিখে ঢাকা বিভাগের কমিশনার পদে নিয়োগ পেয়ে ২০১৮ সালের ১৫ই এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করে সচিব পদে পদোন্নতি পান। একই দিন তিনি সচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসর গ্রহণ করেন। চাকুরী জীবনে তিনি টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাজউকের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১কন্যা সন্তান রেখে গেছেন।

 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ