ঢাকা বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাটের র‌্যামে ভাঙ্গন-দুর্ঘটনার আশংকা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-২৫ ১৫:১৭:০৫

দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাটের র‌্যামে(পন্টুনের সাথে সংযোগের) ভাঙ্গন দেখা দিয়েছে। এতে যে কোন সময় দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। 
  সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫নং ফেরী ঘাটের র‌্যামে ভাঙ্গন ধরায় ঝুঁকি নিয়ে যানবাহন ফেরীতে উঠানামা করছে। কিন্তু কর্তৃপক্ষ এখনো র‌্যামটি মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করেনি। 
  ঘাটটি ব্যবহারকারী কয়েকজন পরিবাহন চালক বলেন, দৌলতদিয়ার ৬টি ফেরী ঘাটের মধ্যে বর্তমানে মাত্র ৩টি ঘাট সচল রয়েছে। এর মধ্যে ৫নং ঘাটটি দিয়ে যানবাহন পারাপার তুলনামূলকভাবে সহজ হলেও র‌্যামের ভাঙ্গনের কারণে ঝুঁকির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তারা দ্রুত র‌্যাম সংস্কারের দাবী জানান। 
  এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আব্দুস সাত্তার বলেন, আরিচা-কাজিরহাট রুটে ফেরী চলাচল শুরু হবে। এ জন্য আমরা একটু ব্যবস্ত রয়েছি। তাছাড়া ফরিদপুরের আটরশির ওরশের যানবাহনের চাপ রয়েছে। যে কারণে ঘাট বন্ধ করা সম্ভব হচ্ছে না। অন্ততঃ ২দিন বন্ধ রেখে র‌্যাম সংস্কার করতে হবে। তবে আশা করছি কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত র‌্যাম সংস্কার করা সম্ভব হবে।

ড্রেনের ৭০ শতাংশ কাজ না করেই ৭৭.৫ শতাংশ অর্থ উত্তোলন করেছে ঠিকাদার!
 ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন॥আতঙ্কে স্থানীয়রা
 শত্রুতার বলি বড়ই গাছ
সর্বশেষ সংবাদ