র্যাবের অভিযানে কুষ্টিয়ার খোকসা উপজেলার মালিগ্রাম এলাকা থেকে ১৬০ পিস ইয়াবাসহ আকাশ হোসেন(২২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২৬শে ফেব্রুয়ারী দুপুরে র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকাশ হোসেন খোকসা থানা পাড়া এলাকার আজাদ সরদারের ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ র্যাব তাকে খোকসা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।