ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
বালিয়াকান্দি ইউসিসিএ’র ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-০২-২৮ ১৩:৫৮:১৭
বালিয়াকান্দি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকালে সম্পন্ন হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি(ইউসিসিএ) লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে। 

  গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকালে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি(ইউসিসিএ) লিঃ এর কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

  নির্বাচনে ইন্দুরদী কৃষক সঃ সঃ লিঃ এর ওয়াজেদ আলী চেয়ার প্রতীকে সভাপতি পদে, বেরুলী সালদাপাড়া কৃঃ সঃ সঃ লিঃ এর মোমিন বিশ^াস আম প্রতীকে সহ-সভাপতি পদে, তালুকপাড়া কৃঃ সঃ সঃ লিঃ-এর সিরাজুল ইসলাম আনারস প্রতীকে, পারুলিয়া কৃঃ সঃ সঃ লিঃ-এর ভরত চন্দ্র বিশ^াস বই প্রতীকে ও সদাশিবপুর কৃঃ সঃ সঃ লিঃ-এর আবু সালেহ মুসা ছাতা প্রতীকে পুরুষ সদস্য পদে এবং যদুপুর পঃ মহিলা সঃ সঃ লিঃ-এর তাছলিমা খাতুন গাভী প্রতীকে মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের প্রত্যেকেই সমঝোতার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

  নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন। 

 গোয়ালন্দে তারুণ্যের উৎসব ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভা দল
পাংশায় নিরাপদ গুড় উৎপাদন ও বিক্রয় বিষয়ক প্রশিক্ষণ
 বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস  নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ