র্যাবের অভিযানে কুষ্টিয়া পৌরসভাধীন বড় বাজার রেলগেট এলাকা থেকে ১৭ লিটার চোলাই মদসহ ২জন গ্রেফতার হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২রা মার্চ দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-কুষ্টিয়া পৌরসভাধীন মিলপাড়া কানু বাবুর বাগান বাড়ী এলাকার মৃত রইচ উদ্দিন মিয়ার ছেলে ছবেদ মিয়া(৫০) এবং কুষ্টিয়া সদর থানাধীন আড়ুয়াপাড়া গ্রামের মৃত মন্টু প্রামানিকের ছেলে তারিক প্রামানিক(৪৫)। উদ্ধারকৃত চোলাই মদসহ র্যাব তাদেরকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।