ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দিতে ৭ই মার্চ ও ১৭ই মার্চ উদযাপনের প্রস্তুতি সভা
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-০৩-০৩ ১৩:৪৩:৪৮
বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে গতকাল বুধবার সকালে ঐতিহাসিক ৭ই মার্চ এবং ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩রা মার্চ সকালে উপজেলা পরিষদের হলরুমে ঐতিহাসিক ৭ই মার্চ এবং ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাফিন জব্বার, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) সুমন কুমার আদিত্য, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অবঃ অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, বহরপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম ও জামালপুর ইউপির চেয়ারম্যান ইউনুছ আলী প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সুধীজনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ