রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা মার্চ দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচীর আওতায় বালিয়াকান্দি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরীতে ১৩৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তির ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।