ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৩-০৫ ১৩:৩৭:৩২
বালিয়াকান্দি সদর ইউনিয়নে গতকাল ৫ই মার্চ সকালে মীরবাড়ী প্রাঙ্গণে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। গতকাল ৫ই মার্চ সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের মীরবাড়ী প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। 

  এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ইঞ্জিঃ মীর হাসানুর রফিক রিংকু, মীরবাড়ী চেরীবাগ জামে মসজিদ ও দাওয়াহ সেন্টার কমিটির সভাপতি মীর শাহিনুর রফিক শাওনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  মীরবাড়ী চেরীবাগ জামে মসজিদ ও দাওয়াহ সেন্টার কমিটি এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ইসলামিক সেন্টার যৌথভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। 

  প্রথম দিনে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জামসেদ ফরিদী(জামি), ডাঃ মাকসুদা ইয়াসমিন মিতু, ডাঃ নিউটন সিকদার, ডাঃ খালেদ ইসমাইল, ডাঃ নাজমুল নাঈমসহ ঢাকা, ফরিদপুর ও কুষ্টিয়ার বিশেষজ্ঞ ডাক্তারগণ কর্তৃক ফ্রি চিকিৎসা এবং দুস্থদের মধ্যে ফ্রি ওষুধ বিতরণ করা হয়।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ