ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী-নাওডুবি খালের পুনঃ খননের কাজ শুরু
  • শিহাবুর রহমান
  • ২০২১-০৩-০৯ ১৬:২১:৩৮

ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় ১কোটি ২লাখ ৪১হাজার ৩০১টাকা ব্যয়ে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী-নাওডুবি খালের ৯৯৫ হেক্টর জমির উপর ৫.২০২ কিলোমিটার পুনঃ খনন কাজ শুরু হয়েছে।  

  গতকাল ৯ই মার্চ দুপুরে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষ প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী খালটির পুনঃখনন কাজের উদ্বোধনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।

  এ উপলক্ষে চন্দনী বাজারের ডাঃ বিদ্যুৎ স্মৃতি মঞ্চে রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, সদর উপজেলা প্রকৌশলী গোলাম রাব্বানী, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহীনুর, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন চন্দনী নাওডুবি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি র সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল। এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) রাজবাড়ী চন্দনী-নাওডুবি খালের পুনঃ খনন কাজ বাস্তবায়ন করছে।  

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ