ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
রাজবাড়ীতে করোনার সংক্রমণ বৃদ্ধি॥নতুন করে ৭জন আক্রান্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১৪ ১৪:৪৪:৪৬

রাজবাড়ী জেলায় ফের করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। নতুন সনাক্ত হওয়া ৭জনই সদর উপজেলার বাসিন্দা। 
  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ১৩ই মার্চ জেলার আরো ২৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছে। তাদের মধ্যে ৭জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলার মোট ৩ হাজার ৪৮১ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে ৩হাজার ৪৩৬ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৩০ জন মারা গেছেন। এছাড়া বর্তমানে ১জন হাসপাতালে এবং ১৪জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। 
  অপরদিকে গতকাল ১৪ই মার্চ জেলার আরও ৩৬৫ জন করোনার টিকা(প্রথম ডোজ) নিয়েছেন। তাদের মধ্যে ২৩০ জন পুরুষ ও ১৩৫ জন মহিলা। এ নিয়ে জেলার ২৫ হাজার ৬৭১জন করোনার টিকা নিলেন।  

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত
দৌলতদিয়ার ফেরী ঘাট এলাকায় পদ্মার ভাঙ্গন ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ
ভোক্তার জরিমানা রাজবাড়ী সদরের আলাদীপুরে ফার্মেসীর জরিমানা
সর্বশেষ সংবাদ