ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দি উপজেলার দুইটি আইসক্রিম ফ্যাক্টরীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১৮ ১৫:২২:৩৮

মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ঘনচিনি ও রাসায়নিক রং ব্যবহারের দায়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের ২টি আইসক্রিম ফ্যাক্টরীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

  গতকাল ১৮ই মার্চ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 

  অভিযানকালে সোনাপুর বাজারের বাপ্পী সুপার আইসক্রিম ফ্যাক্টরী ও ইসলাম সুপার আইসক্রিম ফ্যাক্টরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে ৫ ও ১০ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আইসক্রিম ফ্যাক্টরী ২টি থেকে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ঘনচিনি ও রাসায়নিক রং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। 

  জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ