রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর কালুর মোড় মরা পদ্মা নদীর কোল এলাকায় গতকাল ২৫শে মার্চ ১৯৭১ সালের ২১শে এপ্রিল প্রতিরোধ যুদ্ধের স্মৃতি ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ও বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।
গোয়ালন্দ সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ স্মৃতি মুক্তিযোদ্ধা ভাস্কর্য পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার জুয়েল বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুন, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ ইউনুস মোল্লা, জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নুর-জাহান বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়া ও উপজেলা আ'লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, পরিষদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, ইঞ্জিনিয়ার ফকির আব্দুল মান্নান, ইউপি সদস্য মোঃ সেলিম খাঁন সলিম, মফিজুল ইসলাম তানসেন ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, আমরা মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে পাক বাহিনীকে প্রতিরোধ করেছিলাম। যুদ্ধে আমার চাচা আনসার কমান্ডার ফকীর মহিউদ্দিন শাহাদাতবরণ করেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা পরিষদ কর্তৃক ১৬ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক ইউসুফ আলী সেখের দানকৃত জমিতে ভাস্কর্যটি নির্মিত হচ্ছে।