ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীতে ২৫শে মার্চ গণহত্যা স্মরণ কমিটির মানববন্ধন পালন
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০৩-২৭ ১৮:০৮:৫১

 স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৩০ লক্ষ শহীদ ও সম্ভ্রম হারানো ২লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিচারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ১৯৭১’র ২৫শে মার্চ গণহত্যা স্মরণ কমিটি। 

  সংগঠনের রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গত ২৫শে মার্চ সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

  বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক এডঃ স্বপন সরকারের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন ও সংগঠনের জেলা শাখার আহ্বায়ক সাদেক আলী মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ