ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
ফরিদপুরের গেরদা চিশতিয়া দরবার শরীফের ৩দিনব্যাপী ওরশ চলছে
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-০৩-২৮ ১৭:১৫:৫৬

ফরিদপুরের গেরদা ইউনিয়নের ইকড়ি গ্রামের চিশতিয়া দরবার শরীফের তিন দিনব্যাপী ১০৭তম বাৎসরিক ওরশ শুরু হয়েছে। 

  গত ২৭শে মার্চ বাদ মাগরিব দোয়া, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বাৎসরিক ওরশ শুরু হয়। 

  দরবার শরীফের প্রধান খাদেম শাহ্ মোঃ শুকুর ফকীর জানান, মরহুম আইনুদ্দীন শাহ্ দরবেশ কর্তৃক বাৎসরিক ওরশ যেভাবে চলে আসছে আমরাও সেভাবেই করে আসছি। রবিবার রাতে ওরশের মধ্যে বিচার গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার ও নজরুল সরকার। আজ সোমবার (২৯শে মার্চ) সকাল ১০টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরশ মাহফিল শেষ হবে। এদিকে, ওরশ  মাহফিলকে কেন্দ্র করে দরবার প্রাঙ্গণে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পন্যের পসরা নিয়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ