ঢাকা সোমবার, মে ১৩, ২০২৪
করোনার সংক্রমণ প্রতিরোধে ইমামদের বড় ভূমিকা রয়েছে ---ইঞ্জিঃ মোশাররফ হোসেন এমপি
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৬-০৩ ১৫:০৫:৩১
ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন গতকাল ৩রা জুন দুপুরে ফরিদপুর শহরের বদরপুরস্থ বাসভবন প্রাঙ্গণে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদানের চেক বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ইমাম-মুয়াজ্জিনদের বড় ভূমিকা রয়েছে। প্রতি ওয়াক্তের নামাজের পরে তারা মুসল্লীদের উদ্দেশ্যে সচেতনার বার্তা দিতে পারেন। 
  গতকাল ৩রা জুন দুপুরে ফরিদপুর শহরের বদরপুরস্থ বাসভবন প্রাঙ্গণে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
  ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা ও ইসলামিক ফাউন্ডেশনের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ আকরামুল হক প্রমুখ বক্তব্য রাখেন। 
  ফরিদপুর সদর উপজেলার ৮১৫ ও পৌর এলাকার ২৩৪ জন ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে এই অনুদানের চেক বিতরণ করা হয়। 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ