ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
দৌলতদিয়ায় পদ্মা নদীর একটি আইড় ১৫হাজার টাকায় বিক্রি
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৪-০৮ ১৪:৪৫:৩৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে কানু হালদারের জালে সাড়ে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পরেছে।

  গতকাল ৮ই এপ্রিল ভোরে পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পরে। মাছটি আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে স্থানীয় উৎসুক জনতা তা দেখতে ভীর জমায়।

  পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মাছের আড়ৎতে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান মিয়া সম্রাট ১হাজার ১শত টাকা কেজি দরে ১৩হাজার ৭শ ৫০ টাকায় কিনে নিয়ে ঢাকার এক গার্মেন্টস ব্যাবসায়ীর কাছে ১২শ টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

  এ বিষয়ে দৌলতদিয়া ফেরী ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান মিয়া সম্রাট জানান, সকালে দৌলতদিয়া মাছের আড়ৎ থেকে বেশী লাভের আশায় মাছটি কিনে নিয়ে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে বিকেলে ঢাকার এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে ১হাজার ২শ টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় বিক্রি করি। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে ভালই লাগছে।

  এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, পদ্মা নদীর সুস্বাদু পানিতে এখন মাঝে মধ্যেই এ ধরনের বড় মাছ পাওয়া যাবে। তবে সাড়ে ১২ কেজি ওজনের আইড় মাছ সাধারণত খুব বেশি ধরা পড়ে না।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ