ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বালিয়াকান্দিতে ভ্রাম্যমান মাছ বিক্রি’র উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৪-০৮ ১৪:৪৬:০৬

দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের প্রোটিনের চাহিদা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে ও শিহাব মৎস্য খামারের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে স্বল্পমূল্যে ভ্রাম্যমান মাছ বিক্রির উদ্বোধন করা হয়েছে।

  গতকাল বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ফিতা কেটে স্বল্পমূল্যে ভ্রাম্যমান মাছ বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।

  প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ৪টা পর্যন্ত উপজেলা ৭টি ইউনিয়নের হাট বাজারে এই কার্যক্রম চলবে।

  এ সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা মৎস্য অফিসার (চঃ দাঃ) আঃ মান্নাফ, সহকারী মৎস্য অফিসার রবিউল হক ও আওয়ামী লীগের অর্থ সম্পাদক সঞ্জয় চেীধুরী রতন প্রমূখ উপস্থিত ছিলেন।

  করোনাকালীন সময়ে ব্যক্তিগত উদ্যোগ গ্রহন করায় শিহাব মৎস্য খামারকে ধন্যবাদ জানান উপস্থিত সবাই।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ