রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শিল্পী ও সাংবাদিকদের সম্মাননা জানালেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
উপজেলার শিল্পীদের ৫টি সংগঠন ও উপজেলা প্রেসক্লাবসহ তিনটি প্রেসক্লাবকে সম্মাননা হিসাবে শুভেচ্ছা স্মারক প্রদান করেন তিনি।
উপজেলা প্রশাসন আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ২৭-২৮শে মার্চে অনুষ্ঠিত শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনা এবং গুরুত্বের সাথে সংবাদ পরিবেশন করায় এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী, নির্মল সাংস্কৃতিক একাডেমী, রিশা শিল্পী গোষ্ঠী, উপজেলা আবৃত্তি পরিষদ, উপস্থাপক হিসেবে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল মিয়া ও উপজেলা প্রেসক্লাবসহ সংগঠনের প্রধানদের হাতে স্মারক প্রদান করে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।