ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে জলাশয় পুনঃখনন কাজ পরিদর্শন করলেন জেলা মৎস্য কর্মকর্তা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-১২ ১৬:১৬:০৪

জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলার ভাহির চর থেকে ভাটিখাল পর্যন্ত ৫ কিলোমিটার জলাশয় পুনঃখনন কাজ গতকাল ১২ই এপ্রিল সকালে পরিদর্শন করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

  এ সমসয় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ তপু, বালিয়াকান্দি উপজেলার মৎস্য কর্মকর্তা রবিউল হক, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী, এলসিএসের দলনেতা শিহার ও রতন চৌধুরীসহ প্রমুখ।

  জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, এই খাল সংস্কার হলে রাজবাড়ীতে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। এতে পুষ্টির চাহিদা বৃদ্ধি পাবে। এছাড়াও অনেক বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে। আর খালে যে পানি থাকবে সেটা দিয়ে আমাদের কৃষকরা কৃষি কাজে ব্যবহার করতে পারবে। সেখানে ফসল উৎপাদনও কিন্তু বৃদ্ধি পাবে। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ