ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
বালিয়াকান্দিতে লকডাউন বাস্তবায়নে প্রশাসন॥মোবাইল কোর্টে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৪-১৪ ১৭:১১:৫৩

দ্বিতীয় ধাপে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। তারই প্রেক্ষিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন।

  গতকাল বুধবার সকাল থেকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার নেতৃত্বে বালিয়াকান্দি বাজারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারনা, নিত্য প্রয়োজনীয় দোকান বাদে অন্যান্য দোকান বন্ধসহ জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না আসা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সবাইকে সচেতন ও সতর্ক করেন।

  এ ছাড়াও বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রমন রোধ- প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১৩ জনকে ৫ হাজার ২৫০ টাকা জরিমানা করেন।

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ