ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কলকাতার বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা কমরেড বাণী দত্ত গুপ্তের জীবনাবসান
  • কলকাতা থেকে শুভজিৎ দত্ত গুপ্ত
  • ২০২০-০৬-০৫ ১৪:৩৬:৪৩
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা কমরেড বাণী দত্ত গুপ্ত।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা কমরেড বাণী দত্ত গুপ্তের জীবনাবসান হয়েছে। গত ৩রা জুন সকালে তিনি কলকাতার  আর.জি কর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 
  ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সিআইটিইউ’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কমরেড বাণী দত্ত গুপ্তের জন্ম বাংলাদেশের ব্রাক্ষ্মণবাড়ীয়া জেলায়। দেশভাগের পর ছাত্রাবস্থাতে তিনি কলকাতায় চলে যান। আর্থিক দৈন্যতার মধ্যে কারখানায় কাজ করার পাশাপাশি তিনি লেখাপড়া চালিয়ে যান এবং কলকাতার শ্রীশ চন্দ্র কলেজে থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ছাত্রাবস্থাতে শ্রমিক হিসেবে কাজ করার সময়ই তিনি ট্রেড ইউনিয়ন আন্দোলনের সংস্পর্শে আসেন। স্নাতক ডিগ্রী অর্জনের পর তিনি সরকারী  চাকরীতে যোগদান করেন এবং জরুরী অবস্থা চলাকালীন সময় কর্মক্ষেত্রে ট্রেড ইউনিয়ন গড়ে তোলার চেষ্টার অপরাধে চাকরীচ্যুত হন। একই সময়ে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত থাকার কারণে তিনি তৎকালীন কংগ্রেস কর্মীদের দ্বারা আক্রান্ত হয়ে প্রায় দু’বছর ঘরছাড়া হয়ে থাকেন। পরবর্তীকালে তিনি শ্রমিক নেতা মহম্মদ ইসমাইলের সংস্পর্শে আসেন এবং সম্পূর্ণরূপে পরিবহন শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন এবং আমৃত্যু বাস ওয়ার্কার্স ইউনিয়নের কলকাতা জেলার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার একমাত্র পুত্র শুভজিৎ দত্তগুপ্তও একজন শ্রমিক নেতা। কমরেড বাণী দত্তগুপ্তের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 

বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির আয়োজনে মতবিনিময়
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলা নববর্ষ উপলক্ষ্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বর্ণাঢ্য অনুষ্ঠান
সর্বশেষ সংবাদ