ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে রাজবাড়ীতে ৪জনের জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৪-২৪ ১৪:৫৭:০১
করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় গতকাল ২৪শে এপ্রিল বিকালে ৪জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ হাবিব -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্নস্থানে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় ৪জনকে ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে ১হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ২৪শে এপ্রিল বিকালে রাজবাড়ী শহরের মুরগী ফার্ম, সদর উপজেলার মাটিপাড়া ও বানীবহ বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ হাবিব।  

  নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি না মানায় ৪জন ব্যক্তিকে ৪মামলায় ১ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। 

  এছাড়া এ সময় জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রেিরাধে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ