ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
আমিরাতে মসজিদ খুলে দেয়ার আগে ইমাম ও মুয়াজ্জিনদের করোনা টেস্ট করা হচ্ছে
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-০৬-০৫ ১৪:৪৩:৪৪

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৭ই মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের সকল মসজিদ বন্ধ রাখা হয়েছে। রমজানের তারাবীর নামাজ ও ঈদ-উল ফিতরেও মসজিদগুলো বন্ধ ছিল। 
  এ অবস্থায় মসজিদগুলো খুলে দেয়ার পূর্বে বাধ্যতামূলকভাবে ইমাম ও মুয়াজ্জিনদের করোনা টেস্ট করা হচ্ছে। ইমাম ও মুয়াজ্জিনদের করোনা টেস্টের ব্যাপারে জানতে চাইলে কয়েকজন ইমাম বলেন, তাদেরকে ফোন করে করোনা টেস্টের ব্যাপারে জানানো হয়েছে। এখন পর্যন্ত মসজিদগুলো খুলে দেয়ার দিনক্ষণ ঘোষণা করা না হলেও প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। 
  উল্লেখ্য, মসজিদে নামাজে যাওয়ার সময় মুসল্লীদের নিজ নিজ জায়নামাজ সাথে করে নিয়ে যেতে হবে। তবে বিশেষ ব্যবস্থায় একবার ব্যবহারযোগ্য জায়নামাজও রাখা হবে। এর পাশাপাশি ১২ বছরের নিচের শিশু ও ষাটোর্ধ্ব বয়ষ্ক ব্যক্তিদের মসজিদে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত
এশিয়াকে শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ট্রাম্পের
সর্বশেষ সংবাদ