ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
আমিরাতে মসজিদ খুলে দেয়ার আগে ইমাম ও মুয়াজ্জিনদের করোনা টেস্ট করা হচ্ছে
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-০৬-০৫ ১৪:৪৩:৪৪

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৭ই মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের সকল মসজিদ বন্ধ রাখা হয়েছে। রমজানের তারাবীর নামাজ ও ঈদ-উল ফিতরেও মসজিদগুলো বন্ধ ছিল। 
  এ অবস্থায় মসজিদগুলো খুলে দেয়ার পূর্বে বাধ্যতামূলকভাবে ইমাম ও মুয়াজ্জিনদের করোনা টেস্ট করা হচ্ছে। ইমাম ও মুয়াজ্জিনদের করোনা টেস্টের ব্যাপারে জানতে চাইলে কয়েকজন ইমাম বলেন, তাদেরকে ফোন করে করোনা টেস্টের ব্যাপারে জানানো হয়েছে। এখন পর্যন্ত মসজিদগুলো খুলে দেয়ার দিনক্ষণ ঘোষণা করা না হলেও প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। 
  উল্লেখ্য, মসজিদে নামাজে যাওয়ার সময় মুসল্লীদের নিজ নিজ জায়নামাজ সাথে করে নিয়ে যেতে হবে। তবে বিশেষ ব্যবস্থায় একবার ব্যবহারযোগ্য জায়নামাজও রাখা হবে। এর পাশাপাশি ১২ বছরের নিচের শিশু ও ষাটোর্ধ্ব বয়ষ্ক ব্যক্তিদের মসজিদে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম সরকারী সফরে সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আলী আল নুয়াইমির সাথে কনসাল জেনারেলের সাক্ষাৎ
সর্বশেষ সংবাদ