ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
পাংশা থানা পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চরমপন্থী মনো গ্রেফতার
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৪-২৮ ১৫:০০:৪৭
পাংশা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ চরমপন্থী সন্ত্রাসী মনোকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৭শে এপ্রিল বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মৌরাট ইউপির পশ্চিম বাগদুলী খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জনৈক ভ্যান চালক রাজ্জাক মন্ডলের বাড়ী থেকে দেশীয় তৈরি ১টি ওয়ানশুটার গান ও ২ রাউন্ড গুলিসহ চরমপন্থী সন্ত্রাসী মনোয়ার মন্ডল ওরফে মনো (৩৫)কে গ্রেফতার করেছে। 

  গ্রেফতারকৃত মনো পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের লিয়াকত মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র ও চাঁদাবাজিসহ পৃথক ৮টি মামলা রয়েছে।

  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেনের সার্বিক তত্বাবধানে এসআই হুমায়ন রেজা, এসআই মাহবুবুল আলম ও এএসআই জহিরুল হকসহ সঙ্গীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

  এ ঘটনায় এসআই মাহবুবুল আলম বাদী হয়ে চরমপন্থী সন্ত্রাসী মনোর বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২১, তাং-২৭/০৪/২০২১ইং। ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)(এফ)। মামলাটি পাংশা মডেল থানার এসআই হুমায়ুন রেজা তদন্ত করছেন।

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়॥নেই ভোগান্তি
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
সর্বশেষ সংবাদ