ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
২রা জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহবান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-১১ ১৪:২২:১৭

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী ২রা জুন জাতীয় সংসদের ১৩তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহবান করে আদেশ জারি করেছেন।
  গতকাল ১১ই মে বিকালে এক সরকারী বিবৃতিতে বলা হয়, “একাদশ জাতীয় সংসদের চলমান ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন ২রা জুন এখানে শের-ই-বাংলা নগর সংসদ ভবনে বিকাল ৫টায় শুরু হবে।”
  এতে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(২) অনুচ্ছেদ অনুযায়ী তাঁকে প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহবান করেছেন।
  বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে আগের বারের মতো আসন্ন বাজেট অনুষ্ঠান সীমিত আকারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
  গত অধিবেশন (১২তম সংসদ) মাত্র ৩কার্য দিবসে এবং ৫টি বিল উপস্থাপন করে ৪ঠা মার্চ শেষ হয়।
  বৈঠক শুরুর আগে অধিবেশনের এজেন্ডা ও কার্যকাল নির্ধারণে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে

 

আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি- ভবিষ্যতেও থাকবো---বিএনপি মহাসচিব
 ‘ব্রেভ নিউ বাংলাদেশ ঃ রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম’ শীর্ষক সেমিনার
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সর্বশেষ সংবাদ