ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন পালিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-২৩ ১৪:৪০:৫৮

মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতাীয়করণের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ২২শে মে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

  মানববন্ধনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান বিশ্বাস ও কোষাধ্যক্ষ আসাদ হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

  বক্তারা বলেন, প্রাইমারী স্কুলের ন্যায় সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মুজিব বর্ষ উপলক্ষে জাতীয়করণের ঘোষণা দিতে হবে। যে মাদ্রসায় কোড বিহীন সেগুলোকে বোর্ড কর্তৃক কোড নম্বর দিতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার  নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক ১জনের পরিবর্তে এইচএসসি পাস ১জন অন্তর্ভূক্ত করতে হবে।  প্রাইমারী স্কুলের ন্যায় মাদ্রাসায় অফিস সহকারী নিয়োগসহ ৭দফা দাবি পেশ করেন। মানববন্ধন শেষে  জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ