ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভুয়া ডাক্তারের ১বছরের জেল॥৪০হাজার টাকা জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-২৪ ১৫:১৪:১৬

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাংলাদেশ হাটে ভুয়া ডিগ্রি ও পদবী ব্যবহার করায় দায়ে দয়াল হোমিও সদনের রনজিৎ সরকার নামে এক ভুয়া ডাক্তারকে ১বছরের কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  গতকাল ২৪শে মে দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পারিচালিত হয়। 

  এ অভিযানে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নুজহাত মৌ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রমানিক, কালুখালী উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর শামসুন্নাহার ও কালুখালী থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, কালুখালী উপজেলার বাংলাদেশ হাটে ভুয়া ডিগ্রি ও পদবী ব্যবহার করায় দায়ে দয়াল হোমিও সদনের রনজিৎ সরকারকে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯(১) ধারার অপরাধে ২৯(২) ধারায় ১বছরের কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

  তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ