ভারত গতকাল সোমবার জানিয়েছে, দেশটিতে মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে।
ফলে মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে উঠে আসলো ভারত। এদিক থেকে যুক্তরাষ্ট্র প্রথম স্থানে এবং ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া ভারতে করোনাভাইরাসে সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। খবর এএফপি’র।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়, দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল এ দেশে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে। মাত্র দুই সপ্তাহে ভারতে করোনাভাইরাসে ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এদিকে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ছাড়িয়ে গেছে।