ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
সহকারী পুলিশ সুপার পদে পুলিশ পরিদর্শক সরাফত উল্লাহ’র পদোন্নতি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-২৪ ১৫:২৭:২২

বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে গতকাল ২৪শে মে পদোন্নতি পেয়েছেন ঢাকার উত্তরাস্থ ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক ও রাজবাড়ী থানার সাবেক ওসি মুঃ সরাফত উল্লাহ।

  গতকাল ২৪শে মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত ৪০৫ নং প্রজ্ঞাপনের মাধ্যমে ১৮ জন পুলিশ পরিদর্শক(ইন্সপেক্টর)কে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়। পুলিশ পরিদর্শক মুঃ সরাফত উল্লাহ পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অন্যতম। 

  প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।      

উল্লেখ্য, মুঃ সরাফত উল্লাহ ১৯৯০ সালের ১লা আগস্ট সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০০৭ সালের সেপ্টেম্বরে তিনি পুলিশ পরিদর্শক(ইন্সপেক্টর) পদে পদোন্নতি পান। বিগত ২০১০ সালের ১২ই এপ্রিল থেকে ২০১১ সালের ৩রা অক্টোবর পর্যন্ত রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এরপর তিনি জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজবাড়ী থানায় ওসির দায়িত্ব পালনের পূর্বে তিনি টাঙ্গাইল জেলা ঘাটাইলসহ দুইটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজবাড়ী জেলা থেকে বদলীর পর তিনি গোপালগঞ্জ জেলার ডিআইও ওয়ান, ভৈরব থানার ওসি, সিদ্ধিরগঞ্জ থানার ওসি, নারায়নগঞ্জ জেলার ডিআইও ওয়ান, এরপর সিআইডি’তে এবং বর্তমানে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নে পুলিশ পরিদর্শক পদে দায়িত্ব পালন করেন।

  দুই সন্তানের জনক মুঃ সরাফত উল্লাহ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাসিন্দা।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ