ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ীর বানীবহে ভ্রাম্যমান আদালতের অভিযানে কয়েকটি ফার্মেসীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-০৪ ১৪:২৯:১৫
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারের কয়েকটি ফার্মেসীতে গতকাল ৪ঠা জুন অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

আইন অনুসারে ওষুধ সংরক্ষণ ও বিক্রি না করায় দায়ে গতকাল ৪ঠা জুন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারের কয়েকটি ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের ভ্রাম্যমান আদালত। 

  জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারে কয়েকটি ফার্র্মেসীতে অভিযান চালানো হয়। এ সময় আইন অনুসারে ওষুধ সংরক্ষণ ও বিক্রি না করায় ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৭ ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ফিজিশিয়ান স্যাম্পল জনসম্মুখে ধ্বংস করা হয়। 

  ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও রাজবাড়ী সদর থানা এসআই অনুপ তালুকদারসহ পুলিশের একটি টিম সহযোগিতা করে।

  এরআগে গত ৩ই জুন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি করার দায়ে ২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ