ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নানা আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে গতকাল ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে প্রথমে জেলা প্রশাসকের বাসভবনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম, রাসেদ, সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন, মিতা রানী দাস ও পরিদর্শক মনিরুজ্জামান শেখসহ প্রমুখ।
এরপর বিকালে তথ্য অফিসের সহায়তায় শহরের বিভিন্ন রাস্তায় পরিবেশ সচেতনতামূলক মাইকিং করা এবং জনতা ব্যাংক মোড়সহ কয়েকটি স্থানে পরিবেশ সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা। একই সাথে শহরের বিভিন্ন সড়কে ফেস্টুন লাগিয়ে সড়কদ্বীপ সজ্জা করা হয়।