র্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৬ই জুন দুপুরে মধুখালী থানার মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন (২০)কে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ফরিদপুর জেলার মধুখালী থানার পার আশাপুর গ্রামের মজনু খানের ছেলে।
র্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফরিদপুরের মধুখালীতে মির্জাপুর এলাকায় দীর্ঘদিন ধরে আল আমিন মাদক পাইকারী ও খুচরা মাদক বিক্রি করে আসছে। এ প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ১শ পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীম কার্ড, ১টি মোবাইল ফোন ও ১টি মাইক্রো বাস জব্দ করা হয়।
পরে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।