ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দি উপজেলায় ভূমি সেবা সপ্তাহ শুরু
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৬-০৬ ১৪:০৯:১১
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল রবিবার বালিয়াকান্দিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ৬ই জুন থেকে ১০ই জুন বালিয়াকান্দিতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

  উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

  উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও ইসলামপুর ইউনিয়ন ভূমি সহকারী প্রণয় কুমার বাগচীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম ও বহরপুর ইউনিয়ন ভূমি সহকারী আব্দুর সোবাহান প্রমুখ বক্তব্যে রাখেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারীরা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ