ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশার মাছপাড়ায় দুইটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৬-০৭ ১৪:১৫:৩৪
পাংশা উপজেলার মাছপাড়া বাজারে গতকাল ৭ই জুন দুপুরে ২টি ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া বাজারে গতকাল ৭ই জুন দুপুরে ২টি ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  মাছপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার। 

  জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার বলেন, পাংশার মাছপাড়া বাজারে অভিযান চালিয়ে বিবিএক্স কেবলের মালিককে ইকবাল হোসেনকে অত্যাবশ্যবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ ১৯৫৬ এর ৬(১) ধারায় ও ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪৪ ধারায় মোট ২০ হাজার টাকা এবং অপর ব্যবসায়ী কে.আর.বি কেবলের মালিক মোজাম্মেল খানকে ৬(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

  ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলার স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও পাংশা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ