ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
সাংবাদিকদের সাথে গোয়ালন্দের নতুন ইউএনও’র মতবিনিময় সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৬-০৭ ১৪:৪২:৪১
গোয়ালন্দের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক গতকাল ৭ই জুন বিকালে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক গতকাল ৭ই জুন বিকালে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

  উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পরামর্শ ও মতবিনিময় করা হয়।

  সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, সহ-সভাপতি ও ভোরের পাতা প্রতিনিধি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা আক্তারুজ্জামান মৃধা, দপ্তর সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি কুদ্দুস উল আলম, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শামীম, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক মাতৃকণ্ঠের প্রতিনিধি মোঃ মইনুল হক মৃধা, দৈনিক ইনকিলাব সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম, মানবকণ্ঠ প্রতিনিধি কামাল হোসেন ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু প্রমূখ।

  সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক উপজেলার সকল গণমাধ্যম কর্মীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ