প্রধানমন্ত্রী ও এমপিদের নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ার দায়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নাঈম বিশ্বাস(২১) নামে এক যুবককে র্যাব গ্রেফতার করেছে।
গতকাল ৯ই জুন দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ভেড়ামারা উপজেলার ধরমপুর বাজারের একটি সেলুন থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাঈম বিশ্বাস একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছবদুল বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে। কুষ্টিয়া ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি মামলা দায়ের করেছে।