রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুর রহমান শেখ গতকাল ৮ই জুন কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির বিশ্বাসপাড়া রাজ্জাকের বাড়ী হতে শমসেরের বাড়ী পর্যন্ত রাস্তা এইচবিবিকরণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।
এ সময় ডিএফ মোঃ আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ইউপি সচিব মোঃ ইউনুস হোসেন, ইউপি সদস্য সঞ্জয় কুমার হালদার, মোঃ আব্দুল লতিফ ও স্থানীয় মোঃ জিল্লুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহবুবুর রহমান শেখ কাজের গুনগত মান দেখেন এবং কাজ সঠিকভাবে সম্পন্ন করতে দিক নির্দেশনা প্রদান করেন।