ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাট শিল্প মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন ফরিদপুরের ডিসি
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৬-০৯ ১৪:৫৯:৪৮
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার গতকাল ৯ই জুন ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এবং বিধিমালা-২০১৩ এর প্রয়োগ ও বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার পাট শিল্প মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। 
  গতকাল ৯ই জুন বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এবং বিধিমালা-২০১৩ এর প্রয়োগ ও বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 
  জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পাট উৎপাদন ও সরবরাহে বাংলাদেশ একসময় বিশ্বে প্রথম ছিল। এদেশের পাট সারা বিশ্বে ব্যাপক চাহিদা সম্পন্ন ছিল। আমাদের আবারও পাট ও পাট পণ্যে সারা বিশ্বের বাজার দখল করতে হবে। এ জন্য পাট শিল্পে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। পাটের নানাবিধ ব্যবহারে এগিয়ে আসতে হবে।
  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে কর্মশালায় পাট অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আঃ সামাদসহ জনপ্রতিনিধি ও বিভি›ন্ন পাট শিল্প প্রতিষ্ঠানের মালিকগণ অংশগ্রহণ করেন। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ